1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

অজ্ঞ চামচা  –মোঃ রুহুল আমিন 

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে
ভোটের আগে বেকুবগুলো
চামচামিতে নাচে,
নাওয়া খাওয়া ভুলে গিয়ে
ছোটে নেতার পাছে।
বিজ্ঞ নেতার মুখের ভাষায়
অজ্ঞ চামচা ভক্ত,
নেতার কথায় হাঙ্গামায় যে
ঢালে তাজা রক্ত।
জনের ভোটে নেতা হয়ে
কামায় কাঁড়ি কাঁড়ি,
দেশের টাকা লুটপাট করে
করছে গাড়ি বাড়ি।
চামচা গুলো ছুটতে থাকে
পায়ের চটি ছিঁড়ে,
আমানি ভাত খাচ্ছে গিলে
নেতার বাড়ি ফিরে।
সকাল সন্ধ্যা নেতার পিছে
লেখা পড়া রেখে,
অনেক কিছু দেবেন নেতা
ভাবে নিজের থেকে।
নেতার সাথে সেলফি তুলে
দেখায় যতো ভাব,
গরিব দুঃখীর শোষণ করে
দিচ্ছে আরো চাপ।
নেতার নিয়ে দেখায় দাপট
দলে দলে চলে,
বন্ধুর সাথে আপন ভাইয়ে
দ্বন্দ্ব তাহার ফলে।
নেতার পাল্লায় দিনদুপুরে
মাস্তানি যে করে,
বোমা মেরে মানুষ হত্যায়
থাকে হাজত ঘরে।
নেতা ঠিকই দেশ বিদেশে
চলে রাজার বেশে,
চামচা গুলো জমি খোয়ায়
হচ্ছে ফকির শেষে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট