1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাকসাম বিএনপির ৩টি জনসভায় নেতাকর্মীদের ঢল সিরাজুল ইসলাম বিএনপির ওয়ার্ড সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক দিবস পালন আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত

মনোহরগঞ্জে বিএনপির বিশাল জনসভা লাকসাম মনোহরগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবেনাঃ আবুল কালাম

আবু ইউসুফ: 
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

আবু ইউসুফ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত জনসভা বৃহস্পতিবার বিকালে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজন করা হয়। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতানা খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব সরওয়ার জাহান ভুঁইয়া দোলনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম,, প্রধান বক্তা তার বক্তব্যে বলেন লাকসাম মনোহরগঞ্জ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও বিগত আওয়ামী লীগের দুঃশাসনের সময় তাজুল ইসলাম এখানকার বিএনপির নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়ে সন্ত্রাসের জনপদে পরিণত করছে, সময় হলে সন্ত্রাসী তাজুল ইসলামের কাছ থেকে প্রতিটি নির্যাতনের হিসাব নেয়া হবে।

তিনি আরো বলেন লাকসামের হীরু-হুমায়ুনকে গুম করা হলেও আমরা কোনো মামলা করতে পারিনি, আমাদের নেতাকর্মীদেরকে বাড়িছাড়া করার মাধ্যমে তাজুল ইসলাম যে ভীতি আর অপরাজনীতির দুর্গ বানিয়েছে তার বিচার করা হবে। আমরা আইনকে হাতে তুলে নিবোনা, আইনের মাধ্যমে আওয়ামী লীগের অবৈধ মন্ত্রী তাজুল ইসলামের সকল অপকর্মের বিচার করা হবে। তিনি আরো বলেন লাকসাম মনোহরগঞ্জে কোনো সন্ত্রাস চাঁদাবাজদের স্থান হবেনা, কেউ সন্ত্রাস চাঁদাবাজিতে জড়িতদের আইনের হাতে তুলে দিবেন। আগামীদিনের লাকসাম মনোহরগঞ্জ হবে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত। আগামী নির্বাচনে লাকসাম মনোহরগঞ্জ আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব, ইউসুফ মোল্লা টিপু। জনসভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মনোহরগঞ্জ উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মুর্তুজা ভূইয়া, এস এম মনসুর, আবদুল মুনাফ, এম শওকত হোসেন শিহাব, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মুন্সি, যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, খিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আহসান হাবিব মজুমদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মমিনুল ইসলাম, হাসনাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন জয়সহ লাকসাম মনোহরগঞ্জ দুই উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট