মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়নের মড়হ পশ্চিম পাড়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাজার ব্যাবসায়ীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ তোফাজ্জল হোসেন। নির্বাচনের সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে হারুনুর রশিদ সভাপতি নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন ডাঃ আবদুল্লাহ আল মামুন। অন্য কোন প্রার্থী না থাকায় মানবাধিকার কর্মী ডাঃ নজরুল ইসলাম ফিরোজ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্য হলেন যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওঃ ইকবাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসাইন চৌধুরী ও ইয়াসিন আরাফাত হুমায়ূন, কোষাধ্যক্ষ মাস্টার সালাউদ্দিন বাহার,আদায়কারী মোহাম্মদ সোহেল রানা, সহ-আদায়কারী মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাস্টার নূর হোসাইন পারভেজ, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মহিন উদ্দিন। এই নিবার্চন কে ঘিরে বাজার ব্যাবসায়ী ও এলাকায় সাধারণ মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।