ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবসায়ী ফোরামের সহ সেক্রেটারি ও ঢাকাস্থ লাকসাম মনোহরগঞ্জ ফোরামের সভাপতি হামিদুর রহমান সোহাগের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা আমির মু. শাহজাহান, সেক্রেটারি ড. এ. কে. এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ফোরামের প্রতিষ্ঠাতা এটিএম সিরাজুল হক, অধ্যাপক মুহাম্মদ রেজাউল করিম সাবেক ভিপি, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। প্রফেসর আব্দুল আলী ফারুকী, ইঞ্জিঃ আবুল বাশার, প্রফেসর আহমাদুল্লাহ, প্রফেসর জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভার আমির জয়নাল আবেদীন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নূরনবী, মুহাম্মদ জসিম উদ্দিন, ছাত্র সমন্বয়ক সাদিক আল আরমান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মোঃ নজরুল ইসলাম । এছাড়া স্বাগত বক্তব্য রাখেন, আব্দুর রব ফারুকী, মুস্তাফিজুর রহমান শামীম, নজরুল ইসলাম হাজারী, এডঃ মুজাহিদুল ইসলাম, নাঈমুল ইসলাম শাহাদাত, সৈয়দ কামরুল হাসান, নেয়ামত উল্লাহ। উপস্থত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ফয়জুর রহমান, শাহ আলম মনির, মাওঃ মাহমুদুর রহমান, হাবিবুর রহমান মজুমদার, জনাব মহি উদ্দিন, মাইন উদ্দিন সোহাগ, রাশেদুর আলম, মাহবুবুল আলম, মুহাম্মদ আবুল বাশার, এডভোকেট বদিউল আলম সুজন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. মোস্তফা রেজা জনাব নজরুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা জেলা দক্ষিণ সাবেক সভাপতি মাওলানা ফখরুদ্দিন আহমেদ সেলিম, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, আবুল হোসেন চৌধুরী, ড. উমর ফয়সাল, জহিরুল ইসলাম, বনী ইয়ামিন, এসএম মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সেলিম মাহমুদ সোহেল, আবুল কাসেম মজুমদার, সর্দার আব্দুল কাদের, সাজিদুর রহমান শিবলী, আলী আকবর, আসাদুজ্জামান ভুট্টো, আব্দুল্লাহ আল মারুফ, মহিবুল হক ফরিদ, গাজী শাহদাত হোসাইন, আব্দুস সোবহান, মিজানুর রহমান, আব্দুর রহমান হাবিবুর রহমান খাঁন, মামুনুর রশিদ, জুনায়েদ বিন সিদ্দিকীসহ লাকসাম মনোহরগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রীতি সমাবেশে ইসলামি সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান।