1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
“নারায়ণগঞ্জের বন্দরে রনি মোল্লাকে কুপিয়ে হ+ত্যা; র‍্যাব-১১ এর অভিযানে আরও একজন আসামি গ্রেফতার।” মনোহরগঞ্জে চাঁদা না দেওয়ায় জোরপূর্বক বশতঘর ভাঙচুর, থানা ও সেনাবাহিনী বরাবর অভিযোগ। মনোহরগঞ্জে রাস্তা সংষ্কারের দাবিতে মানববন্ধন মনোহরগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে ২ জনকে কারাদন্ড সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মনোহরগঞ্জে আতঙ্কের নাম যুবলীগ নেতা জহিরুল ইসলাম: এলাকাবাসীর দাবি—গ্রেফতার নিশ্চিত করা হোক মনোহরগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে ২ জনকে কারাদন্ড লাকসামে পতিতা ও মাদক ব্যবসা জমজমাট, গোপন রাজত্বে পাপিয়ারা। মনোহরগঞ্জে ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার লাকসাম বিএনপির ৩টি জনসভায় নেতাকর্মীদের ঢল

মনোহরগঞ্জে বিএনপির দলীয় গঠনতন্ত্র না মেনে পদ-পদবী ব্যবহারকারীদের সতর্ক করলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন

মনোহরগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

রাষ্ট্র মেরামতে দেশ নায়েক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের দিক-নির্দেশনায় মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ন্যায় উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়নের ভোগই দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন। প্রধান অতিথি শাহ সুলতান খোকন তার বক্তব্যে বলেন, বিএনপি একটি বৃহৎ সংগঠন, এ সংগঠনের মিছিল মিটিং অনেকেই করতে পারেন কিন্তু দলের নীতি ও সংবিধানের বাহিরে গিয়ে কেউ দলীয় পদ-পদবী ব্যবহার করতে পারবেন না। আমরা দেখছি, এ উপজেলায় একটি গ্রুপ দলের সংবিধান না মেনে মনগড়া ভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের পদ-পদবী ব্যবহার করছেন। আমরা আপনাদের সতর্ক করছি, আগামীদিনে এমনটি করলে দলীয় গঠনতন্ত্র বা সংবিধান অনুযায়ী আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ সরওয়ার জাহান ভূঁইয়া দোলন। ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসার আলী মর্তুজা ভূঁইয়া, আব্দুল মুনাফ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক আবদুল বাতেন, উপজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজাউল করীম রেজু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ আলম হৃদয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন সুমন, যবদল নেতা হৃদয় আহমদ প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওমর আলী ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন -শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে কাজ করতে হবে। সংগঠনের চেইন অব কমান্ড মেনেই আমাদের রাজনীতি করতে হবে। দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারন্যের অহংকার ও দেশনায়ক তারেক রহমানের সকল সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে হবে। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও দলটির লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার অভিভাবক জননেতা মো. আবুল কালামের দিকনির্দেশনা মোতাবেক আগামীদিনে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনকে এগিয়ে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট