
কেমন জানি হঠাৎ তুমি নিচ্ছো অন্য মোড়
একলা এখন ঘুরি আমি শুন্য করে বুক
তোমার ঐ নিষ্ঠুর মনে ছিলো কোনো মায়া
হৃদয় ভাঙ্গার খেলা তুমি খেলছ নিঠুর হয়া।
অভিমানের মনে যখন জমে কত কথা
দুরত্বের ফাঁকে ফাঁকে বিষাদের জ্বালা,
কি ভাবেই জানবে বলো আমার মনের কষ্ট
অবহেলার দৃষ্টি তোমার যে স্পষ্ট।
বেদনার আড়ালে ডানা ভাঙ্গা পক্ষির মত পড়েআছি অনাদরে, হৃদয়ের সব অপূর্ণতায়,মিশে যায় দূর দিগন্তে তোমার ঐ অবহেলায় হয়েছি আমি ধন্য,
মানুষ চিনতে ভুল করেছিলাম সেটা আজ পূর্ণ।
এ সব নিয়ে আর ভাবি না হৃদয় ভাঙ্গার খেলায়
হৃদয়কে করেছি ক্ষয়, নীল সমুদ্রের বুকে,
ঢেউ ভাঙ্গা তীর ঘেঁষে কতো নদী ভাসায় অন্ধকার
করে রেখেছে একরাশ বিরহ ব্যাথায়।
এখন আর কাঁদি না তোমার কথা ভেবে বৃষ্টির পানিতে
ভিজে নীলিমার সাথে মিশে যায়, জল আসে না ছলছল
চোখে অথৈ জালসমুদ্রয় হারিয়ে গেছে ভালোবাসার
টান, দূর বহুদূরে এখন আর বলি না ভালোবাসি কেওকে।