
কথা ছিল সুবিনয় তোমার সঙ্গে,
কিন্তু তুমি না শুনে,
হন হন করে বেরিয়ে গেলে।
আমার ভিতরটা শুকিয়ে গেছে,
যেন মরা কাঠের মূর্তির মত,
যেখানে একদিন ছিল উচ্ছ্বাস,
আজ সেখানে শুধুই শূন্যতার নিঃশ্বাস।
এমন সময়ে,
যখন প্রতিটি স্মৃতি,
স্মৃতির তরঙ্গে ভাসছে,
তখন তোমার চলে যাওয়া,
একটি অন্ধকার অধ্যায়,
যার শেষ নেই,
যার প্রহর গুনতে গুনতে,
আমি তৃষ্ণার্ত।
মনে পড়ে সেই সন্ধ্যার কথা,
যখন তোমার হাসি ছিল,
হৃদয়ের সুরের সঙ্গী।
তোমার ছোঁয়া ছিল প্রাণের,
এখন সে সুরে নিস্তব্ধতা,
একটি মরুভূমির বিরান প্রান্তর।
কেমন ছিল আমাদের কথাগুলি,
যেখানে আশা ছিল রঙিন,
এখন কেন সব মাটি হয়ে গেছে?
তোমার স্মৃতি,
এখন আমাকে কাঁদায়,
যেন তৃষ্ণার্ত হৃদয়ে,
এক ফোঁটা জল খুঁজতে ব্যাকুল।
তোমার অবর্তমানে,
এখন আমি একা,
শূন্যতার অন্ধকারে,
যার মাঝে আমি হাঁটছি।
এই বিশাল মহাকালের পথে,
শুধু তোমার অপেক্ষা,
তুমি কি ফিরবে?
আমার শুকনো হৃদয়ে,
একটু জল এনে,
একটু সুখের পরশ নিয়ে।
তুমি ছাড়া,
এই দুনিয়া যেন গভীর অন্ধকার,
যেখানে আমার কল্পনাও,
মৃত্তিকার মত শুকিয়ে গেছে।
শুধু তোমার জন্য,
এই অপেক্ষা,
তৃষ্ণার্ত হৃদয়ে,
একটি নতুন আলোর সন্ধানে।