কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ জমিদার বাড়ির সুলতান আহমদ শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুম সুলতান আহমদ দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবু ইউসুফ এর পিতা।
শনিবার বেলা ২টায় মরহুমের জানাযার নামায তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়াকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
সাংবাদিক আবু ইউসুফের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান, বিজয় টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে, স্ত্রী, স্বজন-শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।