1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

ভারতে নবীকে ﷺ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মামুন বিন হারুন ময়মনসিং প্রতিনিধি: 
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

মামুন বিন হারুন ময়মনসিং প্রতিনিধি: ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মদকে ﷺ অবমাননা করা ও বিজেপি বিধায়ক নিতেশ রানে সেই অবমাননাকে সমর্থন করার প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

৩০ (সেপ্টেম্বর) সোমবার বেলা ১১ টার দিকে সমমনা উলামা ঐক্য জোটের ব্যানারে পৌর শহরের নতুন বাজার থেকে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন, জমিয়তে উলামায়ে ইসলামের গফরগাঁও শাখার আহবায়ক ও উলামা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী,হেফাজতে ইসলাম গফরগাঁও উপজেলা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, উলামা সমিতির সভাপতি হাফিজ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, বাংলাদেশ যুব মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস ফরাজী‚ মাওলানা আজিজুল হক, মাওলানা জহিরুল ইসলাম উসমানী‚ জামিআ নুরুল উলুমের সিনিয়র মুহাদ্দিস মুফতি রায়হান আহমাদ দা.বা.‚ তারুণ্য সমাবেশের আহ্বায়ক মুফতি ফারহান ফরিদ দা.বা.‚ মুফতি জালালুদ্দিন দা.বা.‚ ফাতির টিভির চেয়ারম্যান জনাব আমীর মাহফুজ ফয়জী‚ বাংলা বুকডেমির পরিচালক ও হাসেন আলী মসজিদের খতিব মামুন বিন হারুন দা.বা.‚ শামীম আহমাদ দা.বা.‚ নাদিম নূর দা.বা.‚ মুস্তাকিম প্রমুখ।

মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পৌরসভার মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে স্থানীয় মুসল্লিরা হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নিতেশ রানের মৃত্যুদণ্ড দাবি করেন।বক্তারা আরো বলেন, বিশ্বের নেতা ও মহানবী হজরত মুহাম্মদ ﷺ এর অপমান মুসলমানরা মেনে নেবে না। বিগত দিনেও আমরা মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল ﷺ এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ নারায়ণ। তাদের চরম মূল্য দিতে হবে। মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। রাসূলের ইজ্জতের শানে যদি আবারও কেউ কোথাও এমন জঘন্য ঘৃণিত কাজ করেন সারাবিশ্বের মুসলমান নবী প্রেমে এক হয়ে পুরো বিশ্বে কঠোর আন্দোলন গড়ে তুলবে। রাসূল ﷺ কে নিয়ে কটুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট