কিন্তু পথ না চেনায় পাহাড়তলী থেকে ঝাউতলা রেলস্টেশনে চলে যাই। সেখানে আমাদের দেখতে পেয়ে এক যুবক পথ চেনানোর কথা বলে এক পাশে নিয়ে যান। সেখানে তারা চারজন ছিলেন। পরে আমার মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলে যেতে বলেন। ভয়ে আমরা রেলস্টেশন থেকে বের হয়ে বাড়ি যেতে পথ খুঁজি। রাত সাড়ে ৮টার দিকে ব্যাটারিচালিত এক রিকশাচালক আমাদের গন্তব্য জানতে চান। ঘটনা বলার পর চালক আমাদের বটতলী রেলস্টেশন নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তোলেন। প্রায় এক ঘণ্টা তাদের ঘুরিয়ে রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ খুলশীর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। রাত হয়ে যাওয়ায় কুমিল্লার ট্রেন পাব না বলে রাতে সেখানে থাকতে বলে। একপর্যায়ে সেখানে আরও তিনজন আসে। তখন আমাকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীকে চারজন ধর্ষণ করে। কয়েক ঘণ্টা পর তাদের বের করে দেওয়া হয়। রাস্তায় একপর্যায়ে সাহায্যের আশায় দাঁড়িয়ে থাকলে আরেক ব্যাটারিচালিত রিকশার চালক এসে বিস্তারিত জানতে চান। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের কথা বলে আবার সেখানে নিয়ে যান। পরে আরেকজনকে ডেকে নিয়ে পুনরায় দুজন কিশোরীকে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয় কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।