মোঃ আলমগীর হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া দারুস সালাম মাদ্রাসায় ছাত্রদের হিফজ সবক প্রদান করা হয়েছে। সোমবার মাদ্রাসা মিলনাতয়নে এ ছবক প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন নোয়াখালীর উত্তর নাজিরপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুর রহমান।
বিশেষ অতিথির আলোচনা করেন নাথেরপেটুয়া ফাযিল মাদরাসা সাবেক মুহাদ্দিস মাওলানা শামছুল আলম, নাথেরপেটুয়া সামছুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম প্রমুখ।
মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক আবুল কালাম আজাদ, মোঃ মোস্তফা ফোরম্যান, সৈয়দ আহমদ, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট কন্ট্রাক্টর আবদুল করিমসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক-শিক্ষার্থী ও স্থানীয় মার্কেটের ব্যবসায়িবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান মেজবাহ। ওইদিন নাথেরপেটুয়া দারুস সালাম মাদ্রাসার ১৫ জন ছাত্রকে হিফজ সবক প্রদান করা হয়। তাদের ছবক প্রদান করেন নোয়াখালীর উত্তর নাজিরপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুর রহমান।
প্রধান অতিথির আলোচনায় হাফেজ আব্দুর রহমান বলেন, সন্তান পেয়ে আমরা সবাই খুশি হই কিন্তু কয়জন লোক আছি, আমরা যারা সন্তান পেয়ে সুখী হই, সন্তান পেয়ে আমরা যেমন খুশি হই তেমনি সন্তান পেয়ে সুখি হওয়ার জন্য আমাদেরকে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য, নিজেদের আদর্শবান হওয়ার পাশাপাশি সন্তানদেরকে সোহাগ ও শাসনের সমন্বয়ে ইসলামের জ্ঞান দেওয়ার তাগিদ দেন।