কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নতুন আলোয় বানঘর। সংগঠনটি প্রতিষ্ঠা করার পর থেকে এলাকাবাসীকে নতুন নতুন স্বপ্ন দেখানোই যেন তার (সংগঠনটির)অন্যতম কাজ। আজ স্বপ্ন নতুন আলোয় বানঘরের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থানীয় বানঘর নূরানী মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন ৩শতাধিক এবং ফ্রি ঔষধ পেলেন শতাধিক এলাকাবাসী। বন্যায় দীর্ঘ দিন থেকে এলাকার মানুষ পানিবন্ধি থাকার কারণে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ায়, বাড়ির পাশেই ফ্রি এমন চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকাবাসী।
সরজমিনে গিয়ে জানা যায় -মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নে স্বপ্ন নতুন আলোয় বানঘর সংগঠনটি প্রতিষ্ঠা করার পর থেকে এলাকার বিভিন্ন সামাজিক ও সাধারণ মানুষের উপকার সংশ্লিষ্ট বিভিন্ন কায্যক্রম পরিচালনা করে আসছেন।এতে বানঘর গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অর্থ,মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করে আসছেন।সংগঠনটি অরাজনৈতিক হওয়ায় দিন দিন এর জনপ্রিয়তা ও কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে।
গতকাল সংগঠনটির উদ্যোগে আয়োজিত দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থানীয় বানঘর আশ্রাফুল উলুম নূরানী মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে দিনব্যাপী প্রায় ৩শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডা:মো.মোজাম্মেল হোসাইন (রুবেল) ও ডা:মো.আনোয়ার হোসাইন।
কর্মসূচিটি পরিদর্শনে আসেন বানঘর গ্রামের কৃতি সন্তান আবুল কালাম আজাদ, মোরশেদুল আলম অর্ণব, আলমগীর হোসেন পাটোয়ারী,আব্দুজ্জাহের বাহার,আবু ইউসুফ , এন এম ছিদ্দিকী শিব্বির ও জনাব আবু সাঈদ প্রমুখ। উক্ত ব্যক্তিবর্গ আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের শৃঙ্খলা ও পরিবেশ দেখে তাঁরা ভূয়সি প্রশংসা করেন। কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বপ্ন-নতুন আলোয় বানঘর এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলাউদ্দিন পাটোয়ারী।
এছাড়াও আয়োজনটির ব্যবস্থাপনায় ছিলেন স্বপ্ন নতুন আলোয় বানঘর এর কার্যনির্বাহী সদস্য শাহীদুল ইসলাম, মনজুর রহমান, মোবাশ্বের হাসান, নেছার আহমেদ, ওমর ফারুক মারুফ, নাছির উদ্দিন, মনির মজুমদার, ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ,পরিচালক সেন্ট্রাল হাসপাতাল,এ.কে আজাদ, আলাউদ্দিন পাটোয়ারী , প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ,স্বপ্ন-নতুন আলোয় বানঘর, ওমর ফারুক-মারুফ ,কার্যকরী সদস্য, শাহীদুল ইসলাম, নেছার আহমেদ, মোবাশ্বের হাসান, ওমর ফারুক-ভাউপুর (আইভেরি কোস্ট) শুভাকাঙ্ক্ষী।
সুমন ডি-ক্রুজ গাজিপুর,কানাডা প্রবাসী। শুভাকাঙ্ক্ষী।কবির হোসেন মজুমদার। কার্যকরী সদস্য। কামরুল হাসান রুবেল । শুভাকাঙ্ক্ষী ও দাতা সদস্য।আব্দুল আজিজ। কার্যকরী সদস্য নাসির উদ্দিন ও কার্যকরী সদস্য ফিরোজ আলম।
প্রোগ্রামে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন শাহীদুল ইসলাম,মনজুর রহমান, মোবাশ্বের হাসান,মনির হোসেন মজুমদার, নাছির উদ্দিন,মোঃ ইব্রাহিম , হেলাল উদ্দিন ,সেলিম উদ্দিন, রাশেদুল ইসলাম পারভেজ,আশিক ভূঁইয়া, সোহেল তালুকদার, আব্দুল্লাহ্ ও শাকিল সহ প্রমুখ।