টিয়া পাখি  –আব্দুস সাত্তার সুমন 
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																		এম.এ.মান্নান.মান্না																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪											
												
																																			
 
											
												
												
												
							
											-  
											 
																																			২১৭																				   
																						বার পড়া হয়েছে  
											
 
												
												 
										 									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                    
                        
টিয়া পাখি টিয়া পাখি
ঠোটটি তোমার লাল,
রঙিন তোমার পাখনা গুলো
মিষ্টি তোমার গাল।
কথা বলো মধুর সুরে
শরৎ মাখা ঝিলে,
সকাল বেলায় ঘুম ভাঙাতে
তোমরা সবাই মিলে।
মানব জাতির মত করে
কথা বলো নাকি!
কিচিরমিচির ডাকো তুমি
রাঙা টিয়া পাখি।
দেখা মিলে গাঁয়ের বনে
পাহাড় টিলার ঢালে,
গাছের বুকে বাসা বাঁধো
থাকে উঁচু ডালে।
                     
					
					
						 					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন