আবুল কালাম আজাদঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটের সময় ঘনিয়ে আসায় এ নির্বাচনের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। বলতে গেলে দম ফেলারও সময় নেই প্রার্থীদের। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে; দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী। তবে ভোটারদের আলোচনা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওমর ফারুক রিপন । তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ি। সরেজমিনে ঘুরে দেখা গেছে- ভোটের মাঠের নির্বাচনী হাওয়ার পুরোটাই যেন লেগেছে ওমর ফারুক রিপনের মোটরসাইকেলের পালে। আনারস প্রতীক নিয়ে জসিম উদ্দিন এবং ঘোড়া প্রতীক নিয়ে সহিদুল ইসলাম ভোটের মাঠে থাকলেও তাদের প্রচার-প্রচারণায় তেমন সাড়া দেখা যায়নি ভোটারদের। বলতে গেলে ভোটারসহ সাধারণ মানুষের আস্থার শীর্ষে অবস্থান করছেন ওমর ফারুক রিপন। তবে জসিম উদ্দিন ও সহিদুল ইসলাম দাবি করেছেন- তারা প্রচারণার সময় ভোটারদের ভালো সাড়া পাচ্ছেন।
ভোটারদের ভাষ্য- ওমর ফারুক রিপন একজন শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি। দীর্ঘদিন নাথেরপেটুয়া ইউনিয়নে রাজনীতির পাশাপাশি মানবসেবায় নিয়োজিত থেকে নিজের ক্লিন ইমেজ ধরে রাখতে পেরেছেন তিনি। এছাড়া তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। এজন্য ভোটারদের আস্থার শীর্ষে অবস্থান করছেন ওমর ফারুক রিপন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রিপন বলেন, আমাদের নেতা আধুনিক লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার মাননীয় এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি মহোদয়ের আমি একজন কর্মী। কিন্তু
আমার বিশ্বাস একজন কর্মী হিসেবে প্রিয় নেতার দোয়া সব সময় আমার সঙ্গে রয়েছে। আমি প্রিয় নেতার কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছি, সেই ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করি। তাই আমি নির্বাচিত হয়ে আগামী দিনে প্রিয় নেতার বিশ্বস্ত সারথী হয়ে ইউনিয়নটিকে এগিয়ে নিতে চাই। মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন হবে একটি সর্বাধুনিক ও স্মার্ট ইউনিয়ন।
তিনি বলেন, প্রচারণার শুরু থেকেই যেখানেই যাচ্ছি সেখানেই ভোটারদের ঢল নামছে। আমার প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণে মানুষ আমাকে আপন করে নিয়েছে। বলতে গেলে চারদিকে এখন মোটরসাইকেল মার্কার গণজোয়ার চলছে। ইনশাআল্লাহ, ভোটারদের আস্থা ও ভালোবাসা দেখে আমি সুনিশ্চিত বিজয় দেখতে পাচ্ছি ।
এদিকে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে ইউনিয়নের নাথেরপেটুয়া, ভোগই, বাতাচোঁ, বিনয়ঘর, পরানপুর ও সুচিয়াপাড়া এলাকায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ওমর ফারুক রিপনের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং সর্বস্থরের ভোটারদের ব্যানারে এসব উঠান বৈঠক হয়। এতে ভোটারের ঢল নামতে দেখা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার রুহুল আমিন, নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক শেখ মোঃ বাবুল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ জসিম উদ্দিন, নাথেরপেটুয়া আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ, ২নং ওয়ার্ড মেম্বার মাসুদ আলম, ৩নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন, ৪নং ওয়ার্ড মেম্বার নুরুল আলম, ৫নং ওয়ার্ড মেম্বার আবু তাহের, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ সবুজ, ৭নং ওয়ার্ড মেম্বার ইমাম হোসেন, ৯নং ওয়ার্ড মেম্বার সবুজ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাস্টার মাহফুজ, মাহফুজুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, রাকিব উদ্দিন বাদশা, মাসুদ আলম, অভি, জোনায়েদ হোসেন প্রমুখ।
এ সময় সকলে আগামী ২৭ জুলাই নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান ভোটারদের।