আরবি নববছর –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
প্রকাশিত:
রবিবার, ১৪ জুলাই, ২০২৪
-
২০৮
বার পড়া হয়েছে

চলে গেল হিজরি মাসের
১৪৪৫ গত করে,
মহররমের পদার্পণে
সন্ধ্যা নামার পরে।
পুরাতন যায় নতুন বছর
মুহাররমের মাসে,
১৪৪৬ নববছর
ভালো কিছু আসে।
আরবি মাসের লন্ঠ বাতি
ভরা পূর্ণের চাকা,
মন্দ সবই মুছে নিও
নয়া চাঁদ যে বাঁকা।
হারাম থেকে দূরে থাকি
ওজর ছাড়া ওরে..
নতুন বছর সদকা দেবো
বেদাত থেকে সরে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন