1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

প্রহেলিকা –ফরিদা পারভীন দিবা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে
আমার ভিতরের প্রশ্নগুুলো আমায় প্রশ্ন করে, আমার কাছে উত্তর চায়,
কোথায় কোন্ কাজে ভুল ছিলো আমার কোথায় আমার পরাজয়?
ঠিক ভুলের হিসেব মেলাতে গিয়ে দেখি সবই নাট্যমঞ্চের অভিনয়,
চিরাচরিত নিয়মের বাইরে গেলেই
জীবন হয়ে যায় গ্লানীময়।
প্রশ্নগুলো প্রশ্ন করে চিরাচরিত নিয়মে তো প্রাকৃতিক বায়ু বয়,
তারপরেও কেনো বৈদ্যুতিক বায়ূর এতো প্রয়োজন হয়?
চিরাচরিত রূপে জ্বালানো প্রদীপে আলোকিত হতো বসতবাটি বনবনানী,
তবু কেনো চারিদিকে এতো রকমের
বৈদ্যতিক আলোর ঝলকানি?
বিশাল আকাশ জুড়ে পাখি ওড়ে বেড়ায়
মনের আনন্দে,
তবু কেনো খাঁচায় বন্দি করে রাখে
পাখির জীবন কাটে নিরানন্দে?
চিরাচরিত প্রাকৃতিক নিয়মের বাইরে তো কতকিছুই ঘটছে,
তবে আমার বেলায় কেনো চক্ষুশূলতা কেনো এতো হীনতা করছে?
নুতন কোনকিছুকে মেনে নিতে পারে না সমাজ ধিক্কার দেয় রোজ,
কয়দিন পরেই আবার সেই নুতনে ডুব দিতে করছে তাকে খোঁজ।
অনেক প্রশ্নের উত্তর জানা আছে তবু বলতে পারি না,
শুধু মনকে বলি মনরে তুই হেরে যাবি না।
আমি মানি না কোন গ্লানী মানিনা কোন পরাজয়,
নিয়মের বাইরে গিয়ে চলবো আমি যা তে আমার ভালো হয়।
সৎপথে চলবো সৎকর্ম করবো অসহায়ের সহায় হয়ে করবো উপকার,
আমার দ্বারা হবেনা কভু কারো কোন ক্ষতি এটাই আমার অহংকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট