1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

জীবন চলে নিয়ত ও কর্মে” — – আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে
জীবন চলে জীবনের গতিতে
শুনেনা মানুষের কথা
যদি শুনতো জীবন মানুষের কথা
তবে হতো জীবন মানুষের চাওয়ার মতন।
মানুষ চায় জীবনে করবে অনেককিছু
কখনো ভাবে জীবন সাজাবে
নির্ঝঞ্ঝাট আরাম আয়াসে
কিন্তু বাস্তবতা বড়ই কঠিন এবং নির্মম
মিলেনা জীবন মানুষের ভাবনার মতন।
আসলে কি দোষ জীবনের
ভেবে দেখেছি কি কখনও আমরা
জীবনের কি আছে কিছু করার ক্ষমতা
যদি মানুষ হিসাবে আমরা না করি ?
মানুষের আছে নিয়তি
যাহা বিধাতা কর্তৃক ঠিক করা
যে নিয়তি করে নির্ভর
মানুষের আন্তরিক নিয়তের উপর।
মানুষের অন্তর জানেন অন্তর্যামী
তিনি যে একমাত্র সৃষ্টিকর্তা
তাই নিয়তটা যদি হয় একাগ্রচিত্তে
পূরণ করেন তিনি তাহা মানুষের জীবনে
হোক সেটা ভালো কিংবা মন্দ
কারণ ওটা যে ঘটে মানুষের অন্তর ও কর্মের মিলনে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট