এক অ-ভালোলাগার বেষ্টনী চারধার
ভালো থাকার যুদ্ধে পরাজিত!
তবে কি হারছি! জয়ী অহম তার
প্রকৃতির উপহার কি আঁচল শূন্যতার।
ক্ষয়ে ক্ষয়ে যায় দিন বেলা
তেজ দীপ্ত সূর্য দেব ওঠে,নড়েচড়ে!
অযত্নে বিলীন সবুজ নতুন চারা
বিষন্নতায় বিদায় জানায় শেষ বেলা।
স্নিগ্ধ বিকেলে যায় ছুঁয়ে স্নিগ্ধতা
বিদ্রোহী মনে জাগায় ভাব শান্ত,
অহমের অসাধারনত্ব শূন্য মান ধরে
সাধনে সাধারণত্বে জোটে অমূল্য হীরে।
হোক অহম নিধন মানব কূলে
অবহেলা হোক দূর মানবতা ঘিরে,
দূর হোক অ-ভালোলাগার দীর্ঘশ্বাস
জাগতিক সুখ হোক দূর বন্দী কারাবাস।
৮/৭/২৩
কাব্য স্বত্ব সংরক্ষিত