1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করলো ইসি দোলা’র নির্দেশে লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি মনোহরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত এ ঘর আমার নয় –সাঈদা আজিজ চৌধুরী শিবালয়ে মোতালেব মোল্লার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প জলবদ্ধতা নিরসনে মনোহরগঞ্জে অবৈধ বাঁধ ও স্থাপনা অপসারণ মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে বৃষ্টিতেও কাজ করছেন মনোহরগঞ্জের ইউএনও মাহমুদুর রহমানের মায়ের মৃত্যু সমবেদনা জানাতে বাসায় এলেন শিল্প উপদেষ্টা, বিএনপি মহাসচিব বাইশগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ডে নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের কমিটির পরিচিতি সভা

রাজধানীর শ্যামলীতে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় গভীর রাতে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।

গত সোমবার দিবাগত রাতে গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। এসময় ঘুমন্ত অবস্থায় তারা অসুস্থ হন। নিহতের নাম মো. কবির হোসেন। তিনি সফি উল্ল্যা মাঝির ছেলে। সোমবার দিবাগত রাত সাড় তিনটার দিকে এ ঘটনা ঘটে। তখন সবাই ঘুমিয়ে ছিলেন।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আদাবর থানার শ্যামলী হাউজিং বেড়িবাঁধের ওপরে একটি পুরনো সিলিন্ডার পড়ে আছে। সিলিন্ডারের কাছাকাছি যেতেই নাকে একটি তীব্র গন্ধ আসছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনান্থল ঘিরে রেখেছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়িবাঁধের ওপর অবৈধভাবে ঘরে ওঠা কালুর ভাঙ্গারি দোকানে এই সিলিন্ডারটি ভাঙার সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের টিনশেড বাসায় ঘুমিয়ে থাকা অর্ধশত মানুষ অসুস্থ হয়ে পড়েন।

বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন স্মার্ট টেকনোলজির গ্যারেজ ম্যানেজার আবুল হাশেম।

তিনি বলেন, ‘শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পের বেড়িবাঁধের পাশেই স্মার্ট টেকনোলজির গাড়ির গ্যারেজ ও পরিবহন কর্মীদের থাকার স্থান। এখানে অন্তত ২৫ জন লোক বিভিন্ন রুমে ঘুমিয়ে ছিলেন। আমিও গ্যারেজে আসা গাড়ির হিসাব নিকাশ করে ঘুমিয়ে যাই। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিষাক্ত গ্যাসের গন্ধে ঘুমের মধ্যেই অসুস্থতা বোধ করি। দ্রুত রুম থেকে বের হয়ে দেখি অনেকেই আমার মতো ছটফট করছে। কেউ দৌড়ে রাস্তায় বের হয়েছে। কেউ রুমের সামনেই অসুস্থ হয়ে পড়ে আছে।

তিনি আরও বলেন, আশেপাশে কেউ নেই। আমি অফিসে বিষয়টি জানানোর পরে কয়েকজন এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়। সোহরাওয়ার্দী হাসপাতালে অক্সিজেন নিয়ে কিছুটা সুস্থ হয়ে আমি চলে এসেছি। তবে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। সে স্মার্ট টেকনোলজির কর্মী রুহুল আমিনের চাচাতো ভাই। তার গ্রামের বাড়ি নোয়াখালী। নাম মো. কবির হোসেন। আর গুরুতর অসুস্থরা হলেন- রুহুল আমিন, রাকিব (২৮), ওয়াদুদ (৬০), মন্নান (৫৫), সিরাজ (৬০), জাহিদ (২৫), রাহিম (২২), মেহেদী (২২), রকি (২৪)। তারা স্মার্ট টেকনোলজির কর্মী। এছাড়াও স্থানীয় অনেকে অসুস্থ হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।’

স্মার্ট টেকনোলজি গ্যারেজের নিরাপত্তা কর্মীর বরাত দিয়ে আবুল হাশেম আরও বলেন, ‘বেড়িবাঁধের ওপরে ভাঙ্গারি দোকান আছে। ওখানে রাতেও কাজ চলছিলো। আমাদের রাতের নিরাপত্তা কর্মী দেখছে একটি ট্রাকে করে ভাঙ্গারি আনা হয়। এই ট্রাক চলে যাওয়ার কিছু সময় পরই এই গ্যাস ছড়াতে থাকে। তখন দোকানের লোকজন সব ফেলে পালিয়ে যায়।’

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এখানে পরিস্থিতি শান্ত আছে। অসুস্থদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন নিহতের খবর পেয়েছি। তার পরিচয় জানার চেষ্টা করছি। সিলিন্ডারে কি ধরনের গ্যাস রয়েছে সেটি জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘একটি ভাঙ্গারি দোকানের সবাই পলাতক। আমরা কাজ করছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট