1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোনয়ন না পেয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ লাকসামে অর্ধশতাধিক স্পটে হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য শহীদ মুহাম্মদ শাহজাহান হত্যার বিচার চায় জামায়াতে-ছাত্র শিবির মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সর্বোচ্চ ভোট পেয়ে ফের আমির হলেন ডা. শফিকুর মনোহরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন কিশোর কন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সামছুল আলম

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে  দায়িত্বভার গ্রহণ করেছেন অ্যাডভোকেট সামছুল আলম।  শনিবার (৮ জুন ২০২৪) বিদ্যালয় সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে ২৯ মে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বোর্ড কর্তৃক কমিটির অনুমোদন করা হয়। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, অভিভাবক সদস্য যথাক্রমে মিজানুর রহমান, রাশেদুজ্জামান মানিক,   সহিদ উল্লাহ, মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা বেগম, শিক্ষক প্রতিনিধি যথাক্রমে আবুল কালাম, মোঃ আহসান উল্লাহ, হাফসা আক্তার সহ স্কুলের শিক্ষক বৃন্দ।  নব নির্বাচিত কমিটির ১ম সভায় এম এইচ নোমান কে কো-অপ্ট সদস্য মনোনীত কর হয়। নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করে এডভোকেট মোঃ সামছুল আলম বলেন- আমার রাজনৈতিক অভিভাবক, আধুনিক লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের রূপকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি  মহোদয়ের আশীর্বাদ স্বরুপ আমাকে মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি। এই প্রতিষ্ঠানের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য।  আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশী। অ্যাডভোকেট সামছুল আলম মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। তিনি লাকসাম বার্তার সিনিয়র রিপোটার ও  দৈনিক জবাবদিহি পত্রিকা কুমিল্লা জেলা প্রতিনিধি। এড. সামছুল আলম মনোরহরগঞ্জ উপজেলার লাচরা গ্রামের মাওলানা আব্দুল হালিম ও সামছুন নাহার বেগমের একমাত্র সুযোগ্য সন্তান।

সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ সামছুল আলম সহ অন্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এসময় পূর্বতন কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট