ওগো মোর রূপের রানী তোমার নামে লেখা কবিতাখানি, সোস্যাল মিডিয়ায় প্রকাশের কয়েক ঘন্টা পর, প্রিন্ট মিডিয়া ” দৈনিক তরুণ কথা” পত্রিকায় স্থান করে নিল বরাবর। তোমার জন্যে লেখা কবিতা মোর
তুমি সুহাসিনী, সুভাষিনী, ওগো মোর রুহানি। কীভাবে করবো বর্ণনা তুমি যে রূপের অপরূপ ঝর্ণা। করিতে অবগাহন অপেক্ষায় আছে কত তৃষিত প্রাণ। তোমার হরিণী নয়ন, ভাঙ্গতে পারে ঋষিরও ধ্যান। তোমার অপরূপ