
মোঃ আলমগীর হোসেনঃ
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন পশ্চিম বাজারস্থ নাথেরপেটুয়া দারুসসালাম মাদরাসায় বুধবার (২৯ অক্টোবর) অভিভাবক সমাবেশ ও হিফজ ছবকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মাওলানা মাহমুদুল হাসান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী নাজিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শামছুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক আবুল কালাম আজাদ, মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কন্ট্রাক্টর আব্দুল করিম এবং স্থানীয় জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দারুসসালাম মাদরাসা এ অঞ্চলের ধর্মীয় শিক্ষার বাতিঘর হিসেবে কাজ করছে। কোরআন-হাদিসের আলোকে আদর্শ মানুষ গড়ে তোলাই এ মাদরাসার মূল লক্ষ্য। তাঁরা আরও বলেন, সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। তাই সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া সময়ের দাবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাজারের ব্যবসায়ী, শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আব্দুর রহমান।