কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের আজগরা – কালিয়াচোঁ রাস্তার পাশে সরকারি গাছ কেটে বাড়ি নিয়ে গেছেন লোলাই গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে রবিউল হেসেন রবু । গতকাল সোমবার সন্ধ্যায় গাছটি কেটে নেওয়া হলেও আজ সকালে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্র জানায়, রবিউল হোসেন রবু সরকারি রাস্তার পাশে থাকা দুটি আকাশী গাছ লোকজন দিয়ে কেটে বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে আজগরা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন বাসিন্দা আমাকে জানালে আমি তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই এবং কিছু কাঠ জব্দ করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যুক্ত রবিউল হোসেন রবুর বক্তব্য নিতে চাইলে কার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।