1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শতরূপা ফাউন্ডেশনের গরু উপহার পেলো মানিকগঞ্জের লোকমান হোসেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার, ২ অপহরণকারী আটক জামায়াতের করুণা নিয়ে আবদুল হামিদেরা এখন বাংলাদেশে বেঁচে আছে: ফজলুর রহমান রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল পিআর পদ্ধতিতে নির্বাচন আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় : সালাহউদ্দিন মনোহরগঞ্জে বিএনপি নেতা কাশেমসহ কারারুদ্ধ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত ৫ বছরেও স্বামী হত্যার বিচার না পেয়ে… ৪ ছেলে মেয়েকে নিয়ে আতঙ্কে মানবেতার জীবনযাপন করছেন কোহিনুর বেগম প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

পিআর পদ্ধতিতে নির্বাচন আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআর পদ্ধতিতে (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি) নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলের অবস্থান থেকে চাইতেই পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐকমত্য পাইনি।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া, যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে, সেটা দেখেছি আমরা, এটা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয়। এবং যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা।

তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবেন, তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। একটি সুষ্ঠ, নিরপেক্ষ, অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা অসংখ্য জীবন হারাতে হয়েছে আমাদের, গণঅভ্যুত্থান হয়েছে, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলো এদেশের জন্য যাতে প্রকৃত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। এবং আমরা সেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো, অবশ্যই একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের মাধ্যমে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যদি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়। এর বেশি আমার বক্তব্য নেই।

আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা পিআর পদ্ধতি তো আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনোই এটা উপযুক্ত নয়। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে। এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস দি পোল, সেই সিস্টেমের মধ্যে আমরা আছি। এবং ঐকমত্য কমিটিতে যে আলোচনা, সেটা এখন এভাবেই টেবিলে আছে। এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসেবে সেটা উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো বলছি, গতকালকেও আমি প্রেস-এ কথা বলেছি, যে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে, যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা সম্মত প্রস্তাব এসছে, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের মধ্যে একটি আলাপ আলোচনা হয়েছে সেটা প্রেস-এ উনারা প্রকাশ করেছেন, যেহেতু বিবৃতির মধ্য দিয়ে, সেটা তখনই কার্যকর হবে যখন উনি ইলেকশন কমিশনকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই মেসেজটা দেন, ইন্সট্রাকশনটা দেন এবং প্রধান উপদেষ্টা থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন জাতিকে জানাবেন, তখনই আমরা প্রকৃতপক্ষে আস্বস্ত হবো যে আমরা সেই সময়ে নির্বাচনটা পাচ্ছি।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে আজ এ মহাসমাবেশ আয়োজন করে।

মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। জনগণের ভোটের অবমূল্যায়ন রুখতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট