1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সর্বোচ্চ ভোট পেয়ে ফের আমির হলেন ডা. শফিকুর মনোহরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন কিশোর কন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি বিএনপি কাবিননামায় সই করেছে, ‘না’ বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নাথেরপেটুয়া দারুসসালাম মাদরাসায় অভিভাবক সমাবেশ ও হিফজ ছবকানুষ্ঠান অনুষ্ঠিত

৬ষ্ঠ বর্ষে পদার্পন  “স্বপ্ন নতুন আলোয় বানঘর” শুভেচ্ছা জানাতে এসেছেন ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠন

আবুল কালাম আজাদ
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ,

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নতুন আলোয় বানঘর” এর  ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (৭জুন)বিকাল ৪টায় বানঘর পাটোয়ারী বাড়ী মিনি পার্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার ২৪টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ গ্রহন করেন ।

জানা যায় -সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ (নতুন আলোয় বানঘর) এর ছোঁয়ায় আলোকিত কুমিল্লার মনোহরগঞ্জের বানঘর গ্রাম এখন একটি নান্দনিক গ্রামে পরিণত হয়েছে। ঐ গ্রামে সোলার প্যানেল, নলকুপ স্থাপন, শিক্ষাবৃত্তি ও গরীব অসহায়দের বিভিন্ন সহযোগিতা প্রদানসহ সংগঠনটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পাল্টে দিয়েছে ঐ গ্রামের চিত্র। পাশাপাশি সংগঠনটির সেবা পাচ্ছেন এখন উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

‘স্বপ্ন’ (নতুন আলোয় বানঘর) নামে সংগঠনটির একঝাঁক স্বপ্নবাজ যুবক ২০২১ সালে উপজেলার লক্ষণপুর ইউপি’র বানঘর গ্রামে অর্ধ শতাধিক সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করে নিজ গ্রামকে আলোকিত করার প্রচেষ্টা এলাকার মানুষের নজর কেড়েছে। গ্রামীণ সড়কের দু’পাশ, মসজিদ, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে শোভা পেয়েছে ঐ সংগঠনের সোলার প্যানেলগুলো। গ্রামটি শতভাগ বিদ্যুতায়ীত হলেও বিদ্যুৎ চলে গেলে রাতের বেলায় সোলারের আলোয় আলোকিত থাকে সারা গ্রাম।

গ্রামকে আলোকিত করার এ নান্দনিক আয়োজন ছাড়াও এ সংগঠনের উদ্যোগে শিক্ষাবৃত্তি, বিনামূল্যে গাছের চারা বিতরণ, গরিব, অসহায়দের সহযোগীতা, ফ্রী মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরন, পোনা মাছ অবমুক্তকরণ ও নলকুপ স্থাপনসহ নানা কার্যক্রমে এলাকায় ব্যাপক সাড়া জেগেছে। একের পর এক এমন উন্নয়নমূলক কর্মকান্ডে খুশি ঐ এলাকার মানুষ। গ্রাম ছাড়িয়ে সংগঠনটি এখন ঐ ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও তাদের সেবামূলক কার্যক্রম শুরু করেছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলাউদ্দিন পাটোয়ারী জানান, বানঘর গ্রামকে উপজেলায় একটি আদর্শ গ্রাম হিসেবে তুলে ধরাই হচ্ছে এ সংগঠনের উদ্দেশ্য। তিনি গ্রামের বিত্তবান, প্রবাসী ও তরুনদের সহযোগীতায় এ কাজগুলো বাস্তবায়নের কথা জানান। আর্থ সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এ গ্রামের বেকার যুবকদের সাবলম্বী ও শিক্ষিত সমাজ গঠনে ভবিষ্যতে নানা পরিকল্পনা হাতে নেয়ার কথা জানান তিনি। বর্তমানে নিজ গ্রামের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে এ সংগঠনের উদ্যোগে সেবামূলক কার্যক্রম চালু হওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী,
জাহাঙ্গীর আলম,মাওলানা আবদুস সুবহান, হুমায়ুন কবিরসহ অনুষ্ঠানে আগত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
স্বপ্ন নতুন আলোয় বানঘর এর সাবেক সমন্বয়ক মনজুর রহমানের সভাপতিত্বে ও  কার্যনির্বাহী সদস্য  শহিদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোবাশ্বের হাসান,নেছার আহমেদ, নাছির উদ্দিন প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নতুন আলোয় বানঘর” এর  ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে উপজেলার ২৪টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মনোহরগঞ্জ নামে মিলিত হয়। সংগঠনগুলো হলো যথাক্রমে দিশাবন্দ এসপিএস ক্লাব,মেহেলদার কোর্ট সমাজ কল্যাণ সংগঠন, লক্ষণপুর একতা তরুণ সংঘ,শোঁয়ারী গ্রাম সদিচ্ছা উন্নয়ন সংগঠন, মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাষ্ট,মৈশাতুয়া হেল্প ডেসটিনেশন, মাঝিয়াখালি আলোর আহবান ফাউন্ডেশন, মেরুয়া সমাজ কল্যাণ সংগঠন, ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ,মড়হ জিরো পয়েন্ট ক্লাব,লৎসর দক্ষিণপাড়া যুবসমাজ মানব কল্যাণ সংস্থা, নারার পাড় সমাজ কল্যাণ পরিষদ,হাওরা স্বেচ্ছাসেবী সংগঠন, বুরপিষ্ট সোসাইটি ওয়েলফেয়ার ইয়ং ফাউন্ডেশন, জাওড়া পশ্চিম পাড়া নব সূর্যোদয় সংস্থা, ভাউপুর ইত্তেহাদ সোসাইটি, রংপুর সেবা সংঘ,সত্যের পক্ষে আমরা ভোগই,হাতিয়া মুড়ি আদর্শ সেবা ফাউন্ডেশন, পেয়ারাতলী সমাজকল্যাণ সংসদ, মড়হ নতুন আলোয় আলোকিত,
নারায়নপুর হেল্পিং ভয়েজ,মনিপুর গ্রাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ,উলুপাড়া মানব কল্যাণ যুব সংঘ।

বক্তারা বলেন -স্বপ্ন নতুন আলোয় বানঘর বৃহত্তর অঞ্চলে বহু ভাবে আলোকবর্তিকা ছড়িয়েছে। এই জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে সামাজিক উন্নতির পাশাপাশি হতদরিদ্র মানুষের বিভিন্ন দুঃসময়ে সহায়ক হিসাবে ভূমিকা রাখে।
তাই সংগঠনটির আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট