1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোনয়ন না পেয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ লাকসামে অর্ধশতাধিক স্পটে হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য শহীদ মুহাম্মদ শাহজাহান হত্যার বিচার চায় জামায়াতে-ছাত্র শিবির মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সর্বোচ্চ ভোট পেয়ে ফের আমির হলেন ডা. শফিকুর মনোহরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন কিশোর কন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

সাবেক সংসদ সদস্য কর্নেল আজিমের রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করতে চাই -ড. রশিদ আহমেদ হোসাইনী

মোঃ মাসুদ আলম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ আলমঃ

কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির  সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মরহুম কর্ণেল (অব:)এম আনোয়ার উল আজিম- (৮০) এর কবর জিয়ারত করেন বিজিএমইএ এর নব নির্বাচিত মহাসচিব ড.রশিদ আহমেদ হোসাইনী।
মঙ্গলবার (৩ জুন)বিকাল ৪টায় কয়েক সহস্রাধীক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী নিয়ে তিনি প্রিয় নেতার কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত করতে এসে যুবদলের সাবেক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও সদ্য নির্বাচিত বিজিএমইএ এর মহাসচিব ড.রশিদ আহমেদ হোসাইনী বলেন-আমি ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উজ্জীবিত হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়েছি।ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি।ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে এসে যুবদলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি।আমার দেখা কয়েকজন নেতার মধ্যে সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:)এম আনোয়ার উল আজিম ভাই অন্যতম ছিলেন। তিনি সততা, নিষ্ঠা ও ব্যক্তিত্ব দিয়ে লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন।
আমি ব্যক্তিগত জীবনে সকল ক্ষেত্রে আজিম ভাইকে অনুসরণ ও অনুকরণ করতাম।
তিনি বলেন -আমাদের প্রিয় নেতা গত ৩১মে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করে, আমাদেরকে অভিভাবকহীন করে চলে গেছেন। ঐদিন আমার বিজিএমইএ এর নির্বাচন থাকা স্বত্তেও আজিম ভাইয়ের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে ও প্রিয় নেতার দাফন কাফনের সামগ্রীক বিষয় সিদ্ধান্ত দিয়ে আসি।
তিনি আরো বলেন- আমি এবং আমার পুরো প্যানেল বিজিএমই এর নির্বাচনে বিজয়ী হয়েছি।কিন্তু বিজয়টা আমার কাছে আনন্দহীন মনে হচ্ছে।  তিনি আজীম ভাইয়ের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান।  পরে আগত সকল নেতাকর্মীদের নিয়ে সাবেক সাংসদ কর্ণেল (অব:)এম আনোয়ার উল আজিমের কবরের পাশে দাঁড়িয়ে ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

এসময় তাঁর সফরসঙ্গী হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা  মিজানুর রহমান, লিটন,জসিম, শাহীন, খোরশেদ আলম পাটোয়ারী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন,
যুবদল নেতা আজিম,ওয়ালী খান সুমন, ইয়াছিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট