1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোনয়ন না পেয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ লাকসামে অর্ধশতাধিক স্পটে হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য শহীদ মুহাম্মদ শাহজাহান হত্যার বিচার চায় জামায়াতে-ছাত্র শিবির মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সর্বোচ্চ ভোট পেয়ে ফের আমির হলেন ডা. শফিকুর মনোহরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন কিশোর কন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

মনোহরগঞ্জে বরল্লা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপন

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নস্থ বরল্লা উচ্চ বিদ্যালয়। শনিবার (৫ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।

তিনি বলেন,  পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা প্রদান করা জরুরি। শিক্ষার্থীরা যেন যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে তার জন্য শারীরিক ও মানসিক শক্তি অর্জন করাও দরকার। এ সময়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং সাবেক সকল কৃতি শিক্ষার্থীদের প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এ কে এম সালেহ আহমেদের সভাপতিত্বে ও রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক মো. দিদারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদক এ টি এম সিরাজুল হক,  মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, প্রফেসর ডা. এম মোশারফ হুসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুরুল হক, ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী এড. নুরুল ইসলাম, লাকসাম জেনারেল হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন, উপজেলা বিএনপি নেতা  শাহজাহান ভূঁইয়া, লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী, উপজেলা বিএনপি নেতা আবদুল কুদ্দুস হিলালী, বরল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী ডা. মো. মমিনুল হক, মো.আনিসুর রহমান, হাবীবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক ও মাস্টার মহিন উদ্দিন।

অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালী, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরুস্কার প্রদান, ব্যাচ ভিত্তিক ফটোসেশন, দুপুরের খাওয়া, ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের ও সাবেক শিক্ষকদের সৃতিচারণ, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, শিক্ষার্থী ও দেশের খ্যাতিমান শিল্পীদের যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের ২৫ বছরের যাত্রায় সহকর্মীদের নিরলস অবদানের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। সেভাবেই তাদের গড়ে তোলা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট