1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার লক্ষ্য এখনো পূরণ হয়নি -ড. সরওয়ার সিদ্দিকী তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার গণভোট বিষয়ে জনসচেতনতায় ব্যাপক প্রচারণা ইসির মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাকে না পাওয়ার আক্ষেপ –সারোয়ার মাহিন ডাকসু ভিপি সাদিক কায়েমের নের্তৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের লেখনি উম্মুক্ত – ড.সরওয়ার সিদ্দিকী হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

আদর্শ শিক্ষকরাই হলেন দেশ-জাতি গড়ার কারিগর -হাফেজ নুরুন্নবী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
শিক্ষা জাতির মেরুদণ্ড।যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই বলতে হয়, আদর্শ শিক্ষকরাই হলেন দেশ-জাতি গড়ার অন্যতম কারিগর। কেননা বর্তমান বিশ্বে আদর্শ শিক্ষা ছাড়া কোন শিক্ষার্থী সফলতা অর্জন করতে পারে না। গত বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। তিনি বলেন -শিক্ষকতা একটি মহান পেশা। যখন একজন শিক্ষক তাঁর নীতি নৈতিকতা থেকে দূরে সরে আসেন,তখনি তিনি সম্মান, মর্যাদার জায়গাটা হারিয়ে পেলেন।


তিনি বলেন -লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসাটি বৃহত্তর অঞ্চলের একটি ঐতিহ্য বাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রয়েছে অনেক সুনাম ও সুখ্যাতি।কিন্তু গত কয়েক বছর থেকে মাদরাসাটির শিক্ষা ব্যাবস্থা,তাঁর ঐতিহ্য থেকে দূরে সরে অনেকটাই ভেঙ্গে পড়েছে। তাই তিনি আশা প্রকাশ করে বলেন, এখন থেকে মাদরাসাটির শিক্ষা ব্যাবস্থা পূর্বের ন্যায় পিরিয়ে আনতে শিক্ষকদের পাশাপাশি সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবির।
তিনি আরো বলেন- মাদরাসা প্রশাসনকে শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব হতে হবে। তাহলে সকলে একযোগে সহযোগিতা করবে, মাদরাসা প্রশাসনকে।বন্যায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি সাধনে,দ্রুত মাদরাসার আবাসিক ব্যবস্থা চালু করা এবং ক্লাশ কার্যক্রম চালু করার আহবান জানান।


লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.সানা উল্লাহ বশারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো.সাঈদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো.ইকবাল হোসাইন, শিক্ষক প্রতিনিধি শাহজালাল ভূইয়া,জামায়াত নেতা শিব্বির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও লক্ষণপুর ইউনিয়ন শাখার আমির মো.ফয়জুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট