
মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের সাটরা গ্রামে নয় বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় সোলায়মান ওরফে বাচ্চু ড্রাইভার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত বাচ্চু মৃত রাশেদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ অক্টোবর (মঙ্গলবার) সকালে প্রভাতী কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী ক্লাস বিরতির সময় সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় বাচ্চু ড্রাইভার স্কুলের পাশ থেকে শিশুটিকে পান ধোয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। পরে গিফট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিজের রুমে নিয়ে গিয়ে জামাকাপড় খোলতে বলে এবং কৌশলে তার শরীরে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। শিশুটি জবরদস্তি করে ঘর থেকে বেরিয়ে এসে কান্নাজড়িত কণ্ঠে ঘটনাটি স্কুল শিক্ষকদের জানায়।
বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত বাচ্চু এলাকা থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, বাচ্চু ড্রাইভারের বিরুদ্ধে এর আগেও একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও নারী সংক্রান্ত অভিযোগ ছিল। দলীয় প্রভাব ও অর্থের জোরে সে পূর্বে এসব অভিযোগ থেকে রেহাই পেয়েছিল বলেও দাবি করেন তারা। এলাকাবাসী বলেন, এই নরপিশাচের শাস্তি যেন নিশ্চিত করা হয় এবং যারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
শিশুটির মা মরজিনা আক্তার বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং: ৮/১৫৩, তারিখ: ১২.১০.২০২৫)।
এ ঘটনায় বুধবার সকাল ১১টায় প্রভাতী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে শিশুটির সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারা অভিযুক্ত বাচ্চু ড্রাইভারের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।