কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা মোঃ সবুজ মিয়ার ১২ বছর বয়সী ছেলে মোঃ জিসান গত ১৪ আগস্ট সকাল ৯টার সময় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
নিখোঁজ জিসানের গায়ের রঙ শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও কালো প্যান্ট।
শিশুটির পরিবার তার খোঁজে চরম উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
যদি কোনো সহৃদয় ব্যক্তি জিসানের খোঁজ পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ ০১৮২৮১৫৩৮৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।