1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সর্বোচ্চ ভোট পেয়ে ফের আমির হলেন ডা. শফিকুর মনোহরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন কিশোর কন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি বিএনপি কাবিননামায় সই করেছে, ‘না’ বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের মহৎ উদ্যোগ মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে অসহায় শেফের হোটেল উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

দেশজুড়ে দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরির মহাপরিকল্পনার অংশ হিসেবে, আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ ৩২৯ নম্বর প্রজেক্টের আওতায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাইশগাঁও বাজারে এক অসহায় দরিদ্র শেফের পাশে দাঁড়িয়েছে।

গত শুক্রবার আসরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় “বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট”—একটি নতুন আশার আলো। এই হোটেলটি শুধু একজন শেফের জীবনে নয়, পুরো বাইশগাঁও অঞ্চলে স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ জনাব খোরশেদ আলম সাহেব উপস্থিত থাকার কথা থাকলেও, তিনি ব্যক্তিগত কারণবশত উপস্থিত হতে পারেননি। তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মনোহরগঞ্জের স্বেচ্ছাসেবক, ও স্থানীয় প্রতিনিধি মাওলানা আরিফুল ইসলাম মাহফুজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে হোটেলটির উদ্বোধন করেন।

🎙️ আরিফুল ইসলাম মাহফুজ বলেন—
“আস-সুন্নাহ ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি স্বপ্ন। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষগুলো যেনো নিজেদের পায়ে দাঁড়াতে পারে। বাইশগাঁওয়ের এই প্রজেক্ট তার বাস্তব দৃষ্টান্ত।”
এছাড়াও ২৪ এর ভয়াবহ বন্যার সময় থেকে অদ্যাবধি পর্যন্ত আস্ সুন্নাহ ফাউন্ডেশন কুমিল্লার মনোহরগঞ্জে যে অবদান রেখে চলেছেন, তাই ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমাদুল্লাহ সাহেব সহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, ফাউন্ডেশন এর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন ২৪ এর ভয়াবহ বন্যায় যখন বিভিন্ন নিউজ পোর্টাল গুলো তে নিউজ হয়েছে,যে মহাসড়ক দিয়ে ত্রাণ আসে মহাসড়ক দিয়ে ফিরে যায় মনোহরগঞ্জে ঢুকে না, ঠিক তখনও আসসুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘ এক থেকে দেড় মাস যাবত ক্যাম্পেইন করে মনোহরগঞ্জে ত্রান সামগ্রীর বৃহৎ-কর্মযজ্ঞ পরিচালনা করেছেন, বর্তমানে পুনর্বাসন প্রকল্পে প্রায় ৩০ থেকে ৪০ এর অধিক ঘরের কাজ চলমান পরিশেষে উপস্থিত লোকদেরকে ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেইজ ফলো করে, ফাউন্ডেশনে ডোনেট করার প্রতি আহ্বান জানান

এবং দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট