1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতার লক্ষ্য এখনো পূরণ হয়নি -ড. সরওয়ার সিদ্দিকী তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেফতার গণভোট বিষয়ে জনসচেতনতায় ব্যাপক প্রচারণা ইসির মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা তোমাকে না পাওয়ার আক্ষেপ –সারোয়ার মাহিন ডাকসু ভিপি সাদিক কায়েমের নের্তৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আমাদের ভুলকে শুধরিয়ে নিতে আপনাদের লেখনি উম্মুক্ত – ড.সরওয়ার সিদ্দিকী হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

নাথেরপেটুয়া ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন জসিম উদ্দিন

মনোহরগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ইউনিয়ন আওয়ামীলীগে কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জসিম উদ্দিন। বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান পাটওয়ারীর নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবদুর রহমান ভূঁইয়া, আনোয়ার হোসেন, মীর হোসেন, তাজুল ইসলাম, অহিদ উল্যাহ মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ রায়হান প্রমুখ।

মনোনয়ন জমা শেষে জসিম উদ্দিন বলেন আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয় লাকসাম-মনোহরগঞ্জের প্রতিটি খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, মন্ত্রী মহোদয়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং তাঁর হাতকে শক্তিশালী করতে  আসন্ন নাথেরপেটুয়া ইউপি উপনির্বাচনে প্রার্থী হয়েছি। আমি বিজয়ী হয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চাই। এসময় তিনি দারিদ্রমুক্ত ও বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। আগামী ২৭ জুলাই এ নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি। মোঃ জসিম উদ্দিন ইউনিয়নের ভোগই গ্রামের মৃত বজলের রহমানের কৃতি সন্তান।

উল্লেখ্য, ৫ জুলাই মনোনয়ন পত্র যাচাই-বাচাই, প্রার্থীতা প্রত্যাহার ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট