1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আবদুল্লাহর গণসংযোগ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া এলাকায় গণভোটের পক্ষে প্রচারণা চালান তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

গণসংযোগের সময় হাসনাত আবদুল্লাহ স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমরা বাংলাদেশের পরিবর্তন চাই। দুনীর্তিমুক্ত বাংলাদেশ চাই। আমাদের সন্তানরা যদি নির্বাচনে পাশ করে তবে একটি স্বাধীন কর্মকমিশনের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবকরা চাকরি পাবে।

তিনি বলেন, আমরা কেমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে অনুমতি নিয়ে রাষ্ট্রপতি হবে? তাহলে আমাদের ভোট ‘হ্যাঁ’ হবে নাকি না ‘হবে’?।

এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আল আমিনকে পাশে রেখে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনাদের সন্তান আল-আমিন ভাই ভোটে দাঁড়িয়েছেন। আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে। সন্তানকে কীভাবে সফল করবেন সেটার দায়িত্ব হচ্ছে পরিবারের। সন্তানের দায়িত্ব হচ্ছে কীভাবে বাবা মায়ের মুখ উজ্জল করবে। আর আপনারা কীভাবে আপনাদের সন্তানকে সফল করবেন এই দায়িত্ব হচ্ছে আপনাদের।

গণসংযোগের আগে দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আবদুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট