1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড. ফরিদুল হুদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের পুনিয়াউটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মরহুমের ছেলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মোমিনুল হক, সহ সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আরমান উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, মরহুমের ছেলে পিজি হাসপাতালের একাউন্টস ডিপার্টমেন্টের এডিশনাল ডাইরেক্টর বদরুল হুদা পল্লব।

পরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড. ফরিদুল হুদার ২৭তম মৃত্যু দিবসে রুহের মাগফেরাত কামনা করে মাওলানা মনির হোসেন দোয়া পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট