1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ :
শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ঢাকা-দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজায় বিপুল উপস্থিতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর কাড়ে। আকাঙ্ক্ষারা উদগ্রীব” –রেশমা বেগম ক্ষমা কর আমাকে শরিফ ওসমান হাদী – এবিএম সোহেল রশিদ শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু কবি নজরুলের পাশে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে : মির্জা আব্বাস বিদ্রোহী কবির পাশে শায়িত বিপ্লবী হাদি “সৈকতে প্রত্যাবর্তন” —-রেশমা বেগম

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ঢাকা-দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত।

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত। শুক্রবার এ কথা জানিয়েছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর। এ সময় তিনি বর্তমান পরিস্থিতি অত্যন্ত সাবধানতার সাথে মোকাবিলার ওপর জোর দেন।
২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর সেই উত্তেজনার পারদ আরও চড়ছে।
চলমান অস্থিরতায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে শশী থারুর বাংলাদেশের জনগণ ও সরকারকে দুই দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
এই কংগ্রেস নেতা জানান, চলমান সংকট কাটাতে বাংলাদেশের সাথে সরাসরি সংলাপে বসতে চায় ভারত। তিনি আরও বলেন, ভিসা সেন্টার অভিমুখী বিক্ষোভ কর্মসূচির কারণে ভারতে যেতে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক।
এর আগে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য একাত্তরের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। কমিটির আশঙ্কা, কৌশলগত কোনো ভুল হলে প্রাসঙ্গিকতা হারিয়ে ঢাকায় দিল্লির প্রভাব কমে যেতে পারে। এ নিয়ে ভারত সরকারকে একাধিক সুপারিশও করেছে কমিটি।
ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি দাবি করেছে, তাঁকে কেবল মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি নিজস্ব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট