
কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার বাইশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হলে সকল ধর্মের মানুষ ফিরে পাবে তার মর্যাদা এজন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে। প্রত্যেক ভোটারের কাছে ইসলাম তথা জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে। একবারের জন্য হলেও যেন ইসলামি দলকে বিজয়ী করে। ইসলামি দল ক্ষমতায় গেলে কি কাজ করবে বুঝাতে হবে, তবেই আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কমিটির আহ্বায়ক ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, সহ সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান, সাইফুল বারী তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ প্রমুখ।