মায়ের অ’বৈ’ধ স’ম্প’র্কের বিষয়ে জেনে যাওয়াতে ইলেকট্রিক শ’ক দিয়ে হ’ত্যা করা হয় ছেলেকে। মায়ের প্রেমিক সহ মিলে এই হ’ত্যা’কা’ণ্ড সং’ঘ’টিত করেছে বলে দাবী করেন হ’ত্যা’কা’রীর মা মা’ম’লার বাদী।
তিনি বলেন আমার না’তির হ’ত্যা’কারী আমার মেয়ে। আমি তার ফাঁ’সি চাই। যেভাবে আমার নাতিকে হ’ত্যা করেছে সেভাবে তাঁর মৃ’ত্যু নিশ্চিত করতে হবে।
নিজ বসতঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) এর ম/র/দে/হ উ’দ্ধা’র করে পুলিশ। নি’হ’ত কামরুল হাসান কাউসার ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র।
প্রতিবেশীরা জানান, সকালে কাউসারের মায়ের কান্নার শব্দ শুনে তারা ছুটে এসে ঘরে প্রবেশ করলে বিছানার ওপর তার নি’থ’র দে’হ দেখতে পান। ম’র’দে’হের বিভিন্ন স্থানে কা’টা ও র:ক্তে:র দা’গ ছিল বলে জানান তারা।
জিজ্ঞাসাবাদের জন্য নি’হ’তে’র মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।