1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪ নিজামীপুত্র-মীর কাশেম কন্যার গুরুতর অভিযোগ নেতৃবৃন্দের ফাঁসির জন্য বর্তমান জামায়াত নেতারা দায়ী মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা হাসনাবাদ মাতৃভূমি মডেল একাডেমিতে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত গল্প –মৌলিনাথের একজন নন্দিনী ছিল –সুনির্মল বসু

মেয়েদের এতিমখানায় গিয়ে রেগে গেলেন জাকির নায়েক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

পাকিস্তানে মেয়েদের একটি এতিমখানায় গিয়ে হঠাৎ রেগে যান আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। মূলত এতিমখানার এক কর্মকর্তা এক মেয়ের হাত ধরে টান দেওয়া এবং তাদেরকে নিজের মেয়ে হিসেবে অভিহিত করার পর জাকির নায়েক রাগান্বিত হন।

তিনি ওই কর্মকর্তাকে বলেন, এই এতিম মেয়েদের তিনি নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারবেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শ করতে পারবেন না। কারণ এই মেয়েগুলো ‘বিবাহের উপযুক্ত’ এবং তারা তার জন্য ‘গায়রে মাহরাম’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির নায়েকের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে এতিমখানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়েক ও এতিমখানার এক কর্মকর্তা। ওই সময় এতিমখানার কর্মকর্তা জাকির নায়েককে প্রদানের জন্য একটি ক্রেস্ট হাতে দাঁড়িয়ে কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে নিয়ে আসতে থাকেন। তখনই একটি মেয়ের হাত ধরে টান দেন তিনি। এই বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়েক। তিনি তখন মঞ্চ থেকে নেমে যান। এদিকে দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে গেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামি বক্তা জাকির নায়েক। এই সময়টায় তিনি দেশটির বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। যার মধ্যে থাকবে ধর্মীয় অনুষ্ঠানও।

জাকির নায়েক ভারতীয় নাগরিক হলেও অর্থপাচারের মিথ্যা মামলা দেওয়ায় নিজ দেশে থাকতে পারেন না তিনি। তিনি এই মুহূর্তে অস্থায়ী ভিত্তিতে মালয়েশিয়ায় থাকেন। আর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান।

সূত্র: এনডিটিভি, দ্য ডন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট