লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন সাবেক এমপি কর্নেল অব. এম আনোয়ারুল আজিম। ২৭ সেপ্টেম্বর বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে মনির আহমেদের পরিচালনায় এবং গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি কর্নেল অব. এম আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. রশিদ আহমেদ হোসাইনী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক উল্লাহ মজুমদার, দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ভুঁইয়া, আয়াজ আলী চৌধুরী, মোতাহের হোসেন, জহিরুল হক ভূঁইয়া, রাসেল মজুমদার, আমিরুজ্জামান আমির, গুম হওয়া সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসানুল ইসলাম, সাইফুল ইসলাম হিরুর ভাতিজা তন্ময় ইসলাম, গুম হওয়া হুমায়ূন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টু, সাবেক কমিশনার মোঃ ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, চাঁন মিয়া টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি মন্জুরুল আলম বাচ্চু প্রমুখ।