1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

ব্যারিস্টার আরমান এখন মুক্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মরহুম মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এখন মুক্ত। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার সকালে ব্যারিস্টার আরমানকে উত্তরা এলাকায় ছেড়ে দেয়া হয়।

এরপর পাশের একটি হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। তারা এসে তাকে বাড়িতে নিয়ে যান।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট রাত পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই সময় বিতর্কিত আদালতে মীর কাসেম আলীর বিচার চলছিল। মীর কাসেম আলীর শেষ ইচ্ছা ছিল তার অতি স্নেহের পুত্র ব্যারিস্টার আরমান তার নামাযে জানাযায় ইমামতি করবেন। তার সে ইচ্ছাও পূরণ করা হয়নি।

অবশেষে শেখ হাসিনার পতনের পর মুক্ত হলেন ব্যারিস্টর আরমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট