প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৬:১০ এ.এম
সবচেয়ে দামী –জেবুন্নেছা জেবু
লোকে মানব চরিত্র কে যতো ভাবেই ভাগ করুক না কেনো সবার উপরে ভালোবাসাই সবচেয়ে দামী।
একটু ভালোবাসা পেলে মানুষ আর কিছুই চায় না, যখন তা পায় না তখন সেটার অপশন খোঁজে বেড়ায়।
আর তা খুঁজতে গিয়ে মানুষ ভিন্ন ভিন্ন চরিত্রের অধিকারী হয় । পৃথিবীতে মানুষের মতো অসহায় কেউ নেই যখন সে বঞ্চিত ।
কেউ ভালোবাসতে গিয়ে এই সমাজে কতো ভাবে অপরাধী হয় ,সাজা পায় তার হিসেব নেই তখন বিচারক হয় শত মানুষ অথচ তারাও সেই পথের পথিক।
এই সমাজে বড় বড় অপরাধের নিয়ম নেই শাস্তি ও নেই।
কুসংস্কার যখন নিয়ম হয় তখন মন খুলে হাসাটাও অপরাধ , প্রেম ভালোবাসা তো বটেই তাই এখনো তার কোনো নিরাপত্তা নাই।
একে অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো আমাদের সমাজের মানুষের প্রধান কাজ।
বর্বরতাই যেনো আমাদের সভ্যতা কারন সুশিক্ষাটা গোড়াতেই আলোর অভাবে নস্ট ভ্রস্ট হয়। ওরা সংস্কারকেই কুসংস্কার ভাবে আর বন্দীত্বকে সভ্যতা ভেবে অন্ধের মতো বেঁচে থাকাকে উত্তম জীবন মনে করে।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত