ঢাকা-৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
প্রথমে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার দৈবচয়নের ভিত্তিতে নির্বাচনী সমর্থক ১০ জনের মধ্যে ছয় জনের ঠিকানা সঠিক পাওয়া যায়নি, চার জনের মধ্যে মাঠে গিয়ে শুধুমাত্র একজনকে যাচাই করা সম্ভব হয়েছিল। পরে এই সমর্থকদের সশরীরে হাজির করা ও এফিডেভিট প্রদানের মাধ্যমে দেখা যায়, তারা প্রকৃতপক্ষে মিজানুর রহমানকে সমর্থন করেছেন। এই প্রমাণের ভিত্তিতে কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর মিজানুর রহমান বলেন, “সমাজ থেকে ভয় এখনও পুরোপুরি কাটেনি। মানুষের উৎসাহ এবং অনীহার মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করছি। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি ঢাকা-৪ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে। মাঠে নেমে জনগণের সহায়তা এবং শুভকামনা প্রত্যাশা করছি।”
২০১৯ সালে ওয়াসার তৎকালীন এমডিকে শরবত খাওয়ানোর জন্য কারওয়ান বাজারে ওয়াসার পানি নিয়ে তার আলোচিত কর্মকাণ্ডও স্মরণযোগ্য।