1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্বের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশটিও বহাল রাখা হয়েছে।

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই আদেশ প্রদান করেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

শুনানি শেষে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তাঁর ঋণ পুনঃতফসিল করেছেন। এই কারণে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।

মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন জানান, তাঁরা স্টে ভ্যাকেট বা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চেম্বার আদালতে আবেদন করেছিলেন। তবে চেম্বার বিচারপতি আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠাননি। তাঁরা আদালতে জানিয়েছেন যে ঋণ পরিশোধ করে দেওয়া হয়েছে। এ সময় আদালত তাঁদের পুনরায় হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন।

আইনজীবী আরও বলেন, আজ পর্যন্ত মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। তাঁর মনোনয়নপত্র এখনো কেউ চ্যালেঞ্জ করেনি। তবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তাঁরা নিজেরা পাল্টা আপিল করেছেন, যার ফলাফল পরবর্তীতে জানা যাবে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত সেই আদেশটি স্থগিত করেন। মঞ্জুরুল আহসান মুন্সী সেই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছিলেন, যা আজ আদালত নামঞ্জুর করে রুল নিষ্পত্তির নির্দেশ দিলেন।

কুমিল্লা-৪ আসনে বর্তমান রাজনৈতিক সমীকরণ বেশ উত্তপ্ত। এই আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এমন পরিস্থিতিতে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে আইনি লড়াই এখন হাইকোর্টের দুই সপ্তাহের রুল নিষ্পত্তির ওপর নির্ভর করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট