মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: মানবতার পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে এগিয়ে চলার প্রত্যয়ে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে হৃদয়ে ধারণ করে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি যেন মানবিকতার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে দেয় পুরো মনোহরগঞ্জজুড়ে। প্রধান অতিথির বক্তব্য মাওলানা আব্দুর রব বলেন, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে যে মানবিক কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আজকের এই উদ্বোধনের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, ভবিষ্যতেও এই সংস্থা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মহৎ উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। উদ্বোধনী বক্তব্যে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি বলেন, শিক্ষা থেকে চিকিৎসা, দুর্যোগ থেকে দুঃসময়ে সহায়তা—মানব কল্যাণের প্রতিটি ক্ষেত্রে তারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। নতুন কার্যালয় সেই পথচলাকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে তারা দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মানবতার কল্যাণে নিবেদিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। নতুন অফিস কার্যক্রম শুরুর মাধ্যমে সংগঠনের সেবামূলক উদ্যোগ আরও বিস্তৃত ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানের এক পর্যায়ে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দ ও অনুপ্রেরণার আবহ সৃষ্টি করে। উপদেষ্টা বাবুল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মাওঃ আব্দুর রব সাবেক খতিব, মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহমিনা আক্তার উপজেলা সমাজসেবা অফিসার জনাব হারুন অর রশিদ বিশিষ্ট সমাজসেবক,জনাব দুলাল ঠাকুর বিশিষ্ট ব্যবসায়ী, মনোহরগঞ্জ বাজার,জনাব মোঃ আবু নাঈম চেয়ারম্যান, মনোহরগঞ্জ তানজিমূল মিল্লাত মাদ্রাসা,জনাব ডা. রায়হান রাশেদ উপদেষ্টা, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা, জনাব মাঈন উদ্দীন ফরাজী উপদেষ্টা, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা,জনাব আবু সুফিয়ান আল মাদানী উপদেষ্টা, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা, জাহাঙ্গীর আলম মিজি যুগ্ম সাধারণ সম্পাদক, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা, জিএম মোশাররফ হোসেন সহ-সভাপতি মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা, সৌরভ খান যুগ্ম সাধারণ সম্পাদক মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক এবং মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার কার্যনির্বাহী সদস্য সহ দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা, জনাব আবু সুফিয়ান আল মাদানী মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার এই উদ্যোগ মানবিক সমাজ গঠনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।