1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মাগুরায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া মাঝিপাড়া গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন ওই গ্রামের মৃত হাজী আব্দুর বারী মোল্লার ছেলে মো. মুস্তাফিজুর রহমান (২৮)।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখ বাঁধা অবস্থায় একদল ডাকাত সিঁড়িঘরের টিন কেটে ও গ্রিল ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে বাড়িতে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা মুস্তাফিজুর রহমানকে চড়-থাপ্পর মারেন ও বিছানার ওপর ফেলে লেপ দিয়ে চেপে ধরেন এবং তার স্ত্রীকে পিঠে আঘাত করেন।

ডাকাতরা ধারালো অস্ত্র দেখিয়ে সন্তানের গলা কেটে হত্যার হুমকি দিয়ে পরিবারের সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় বলে ভুক্তভোগী জানান। ডাকাতদের লুট করা মালামালের মধ্যে রয়েছে- এক জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের চেইন এবং এক জোড়া স্বর্ণের চুড়ি। এসব স্বর্ণালংকারের মোট ওজন আনুমানিক তিন ভরি। এছাড়া নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়।

বাড়ির মালিক মুস্তাফিজুর রহমান জানান, তিনি গরুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। ওই রাতে ঘরের ভেতর গরু বিক্রির নগদ সাড়ে তিন লাখ টাকা রাখা ছিল। ডাকাতরা পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বিছানার ওপর ফেলে লেপ দিয়ে চেপে ধরে এই ডাকাতির ঘটনা ঘটায়।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট