প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৭:১৩ এ.এম
তুরাগ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
উত্তরার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তুরাগ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে উত্তরার একটি এতিমখানায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২ জানুয়ারি ২০২৬, শুক্রবার বাদ মাগরিব ক্লাব সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন ডা ফেরদৌস আলম, রফিকুল ইসলাম রাফি বাবু, মো আলাউদ্দিন আজাদ, মো মিজানুর রহমান, একরামুল হক, মোহাব্বত হোসাইন, সাদিকুল ইসলাম, শাহাদাত হোসেন, হাসিবুর রহমান এবং অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া শেষে এতিমখানার ছাত্রদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত