প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ১২:২৭ পি.এম
ইদানীং –তাহেরা খাতুন
কথা বলতে কারো সাথে ইচ্ছে করে না
কেন এমন হয় সেটাও আমি জানি না,
একাকী চুপ থাকতে কেবল ভালো লাগে
গাছ কে খুব বেশি আপন আপন লাগে।
ইনবক্সের মেসেজ যেনো বিরক্তিকর লাগে
কে কি মনে করে সে চিন্তা করি না মিছে
মানুষের কাছে কিছু বলতে ভালো লাগেনা
বুঝেছি স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ আসেনা।
ইদানীং কোথাও আমার যেতেও ইচ্ছে করেনা
বেহুদা খরচ যেনো আর ভালো লাগেনা,
চুপ থাকতে ভালো লাগে কেউ সেটা বোঝেনা
অযথা কারো কথা ইদানীং আর শুনিনা।
মৃত্যুটা কড়া নাড়ে বারে বারে দরজায়
আজ এটা কাল সেটা শরীর না কুলায়,
আজই বুঝি যাবো চলে ভয় হয় সবখানে
জানিনা সমন চলে আসবে আমারই সামনে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত