প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১২:৪৮ পি.এম
“সৈকতে প্রত্যাবর্তন” —-রেশমা বেগম
নীল আকাশের মায়া ছাড়েনি কখনো দু'জনাকে--
নীল সাগরে সৈকত পাড়ে
স্মৃতির কায়া হাঁটে,
বাতাস কথা বলে সুমিষ্ট সুরেলা আওয়াজে
শিশিরের নূপুর বাজনা' কানে আসে
ঝুমুর তালে তালে --
তোমার ভাবনা পেয়ে বসেছে এই 'আমাকে' --
দূরের বেলাভুমিতে কন্ঠের ধ্বনি ভাসে
কোথায় তুমি??
চলে এসেছো কি প্রিয়ার আরাধনার ডাকে
কত সময় পেরিয়ে গেলো-- চাঁদ 'মুখ' ফিরিয়ে হাসে,
সাগরে জাহাজ ডাকে-- আয়,আয়,আয় --
শৈবাল শ্যাওলার দ্বীপে রয়েছো কি তুমি আজো !
মন ঢেউয়ের তরঙ্গে খোঁজে তোমারে।
কোন্ অজানায় পাবো তোমাকে
নিকটে মোহনায় জাহাজের ঢেকে বাঁশি বাজে,
আকাশ-সাগরের মেলবন্ধন
ভালোবাসার বৃত্ত আঁকে দু'জনার পৃথিবীতে।
পায়ের আওয়াজ পাওয়া যায় সীমাহীন
নৈকট্যে,চাঁদনী পশর রাতের মায়ামোহ
দুজনাকে বাহুডোরে বেঁধে রাখে---
স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে আসছে
সৈকতে তোমার প্রত্যাবর্তন --
অমর প্রেমের গল্প রচিত হবে
প্রেম কাব্যের মহাজগতে।
কবিতাটির সর্বস্বত্ব
সংরক্ষিত গুগলে,
ঢাকা,বাংলাদেশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত