প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১:১৮ পি.এম
ক্ষমা কর আমাকে শরিফ ওসমান হাদী – এবিএম সোহেল রশিদ
প্রসারিত হাত তো নয় সত্যের প্রতিধ্বনি
ইতিহাসের দরকষাকষিতে তুমি দ্রোহের স্লোগান
আগুনঝরা মিছিলে নড়বড়ে মসনদ
চেয়েছি থামুক বিরোধ, থামুক মৃত্যুর হুংকার!
আজরাইলের সাথে আলিঙ্গন না হোক তোমার
তুমি বীর, তুমি বাংলাদেশ, নীচু করনি মাথা
তুমি ঘোর কাটা এক ভোর, নতুন সূর্যোদয়—
তুমি তাড়াও গাঢ় অন্ধকার, জাগাও তরুণ প্রাণ
তুমি তারুণ্যের বিজয়, ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রলয়।
তুমি বিদ্রোহী নজরুল, কবিতার বাংলাদেশ
তুমি সাহসের অবশেষ, কেন হলে নিরুদ্দেশ
তুমি দেশপ্রেমের জায়নামাজ, ইনকিলাব জিন্দাবাদ
তুমিহীন স্বদেশ! তবে কি আবার সন্ত্রাসের চাষাবাদ।
ক্ষমা কর আমাকে
শরিফ ওসমান হাদী
এবিএম সোহেল রশিদ
সশ্রদ্ধ শ্রদ্ধা তোমাকে।

এবিএম সোহেল রশিদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত