প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১:৩০ পি.এম
আকাঙ্ক্ষারা উদগ্রীব” –রেশমা বেগম
মহান বিজয় এসেছো তুমি ভুবন কাঁপিয়ে,
জমিন দাপিয়ে, রক্তগঙ্গা বয়ে দিয়ে,
স্বর্ণালী কোমল প্রভা নিয়ে,
আকাঙ্ক্ষারা উদগ্রীব হয়ে ছটফট করে
সময়,অসময়ের আগন্তুক হয়ে।
উন্মুক্ত নীলাভ আকাশে উড়তে চাই
বিশুদ্ধ বাতাসে প্রাণবায়ু ভরাতে চাই,
বাংলা মায়ের মুখ গৌরব উজ্জ্বল দেখতে চাই
সু-সন্তানের সুকর্মের প্রদীপ্ত আলোক শিখায়।
শুদ্ধ-পবিত্রতায় নির্মল হোক ধোঁয়াশা,
আঁধারের পঙ্কিল,অসহিষ্ণু চলন গতি,
অসামঞ্জস্য,অবাঞ্চিত মূল্যবোধ নিপাত যাক
সার্বিক কাঠামোর মূল নির্যাস থেকে
অনতি বিলম্বে।
সবুজ শ্যামলিমায় দেখতে চাই নব উদ্যোমে
দৃষ্টিনন্দন প্রাপ্তির 'সাফল্য' চূড়া-শিখরে,
অপরূপা সোনার বাংলা বল্গাহীন হরিণের
ন্যায় অসীম দুর্জয়ে সার্থকতার কর্ম-কল্পে।
নয়নের সীমানায় অবিরত ভাসুক সরোবরের
লালপদ্ম খানি, বাংলার বুকে নিশ্চিন্তে
নিঃশ্বাস ফেলতে চাই , সুখের নিবাসে
মরতে চাই।
অনাদৃত শূন্যতা যেন ভরে ওঠে
পূর্ণতা-প্রাপ্তিতে--
সৎপথে-সৎকর্মের অমৃত সুধা পান করে!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত